সর্বশেষ সংবাদ :

সর্বশেষ সংবাদ বাংলাদেশ পৌরসভা সমিতি (MAB) বৃহত্তম ফরিদপুর অঞ্চলের পুনাঙ্গ কার্য নিবাহী পরিষদ গঠন ও আলোচনা সভা, রাজবাড়ী

তারিখঃ ১৯-০৪-২০১৭

বাংলাদেশ পৌরসভা সমিতি  (MAB) বৃহত্তম ফরিদপুর অঞ্চলের পুনাঙ্গ কার্য নিবাহী পরিষদ গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন: জনাব আলহাজ্ব আঃ বাতেন, সভাপতি, বাংলাদেশ পৌরসভা সমিতি  (MAB) ও মেয়র বেড়া পৌরসভা পাবনা। বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহন করেন : জনাব এইচ.এম অহিদুল ইসলাম, মহাসচিব, বাংলাদেশ পৌরসভা সমিতি  (MAB) ও মেয়র, কোটালী পাড়া পৌরসভা, গোপালগঞ্জ। সভাপতিত্ব করেন: শেখ আহম্মেদ মির্জা , সভাপতি,বৃহত্তম ফরিদপুর আঞ্চলিক কার্যনির্বাহী কমিটি বাংলাদেশ পৌরসভা সমিতি  (MAB) ও মেয়র টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ। আরো উপস্থিত ছিলেন- মোঃ ,আওলাদ হোসেন খান, মেয়র শিবচর পৌরসভা ও বিভিন্ন পৌরসভার মেয়র মহোদয় বৃন্দ।